December 22, 2024
জাতীয়

পতেঙ্গায় বাস উল্টে পোশাক শ্রমিকের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

নগরীর ইপিজেড থানার পতেঙ্গা গুপ্তখাল এলাকায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে এক নারী পোশাককর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ছয়টার ওই দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত হাবিবা আক্তার (১৯) পতেঙ্গা বিজয় নগর এলাকার হাফেজ আহমদের মেয়ে। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ইউনিগ্রæপ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ইপিজেড থানার এসআই টিটু নাথ বলেন, বিজয় নগর এলাকা থেকে ১০ নম্বর রুটের বাসটি সিইপিজেডের দিকে যাচ্ছিল। মেঘনা অয়েলের সামনে রেললাইনে চাকা আটকে বাসটি উল্টে যায়। সে সময় হাবিবা জানালা ভেঙ্গে নামাতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়েন।

কর্ণফুলী নদীর ডলফিন জেটি সংলগ্ন তেল ডিপোগুলোতে তেল এবং অন্যান্য পণ্য পরিবহনের জন্য ওই রেললাইন ব্যবহার হয়। এ ঘটনায় আহতরা বেপজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন এসআই টিটু নাথ।

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *