November 24, 2024
জাতীয়

পণ্যবাহী ট্রাকে শহর ছাড়ার চেষ্টা, আটকালেন ম্যাজিস্ট্রেট

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে পণ্যবাহী ট্রাকে করে শহর ছাড়তে যাওয়া ৩৫ জনকে আটকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম শহরকে অবরুদ্ধ ঘোষণার পর শহর থেকে কারও বের হওয়া বা ঢোকা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার নতুন ব্রিজ এলাকায় অভিযানের সময় আমরা লক্ষ করি- কিছু লোক পায়ে হেঁটে পুলিশ চেক পোস্ট পার হয়ে পণ্যবাহী ট্রাকে উঠছেন।

তিনি বলেন, অভিযান চালিয়ে তিনটি পণ্যবাহী ট্রাক থেকে লোকজনকে নামিয়ে দিই আমরা। সরকারি নির্দেশনা না মানায় ট্রাক চালক, মালিক এবং যাত্রীদের ৭টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। দুটি ট্রাককে জরিমানা করে ছেড়ে দেওয়া হলেও কাগজপত্র না থাকায় একটি ট্রাককে ডাম্পিং এ পাঠানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *