পটুয়াখালীতে জ্বর-সর্দি নিয়ে এক ব্যক্তির মৃত্যুর পর বাড়ি লকডাউন
পটুয়াখালীতে জ্বর-সর্দিতে এক ব্যক্তির মৃত্যর পর করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর বাড়িটি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
ওই ব্যক্তির বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকায় মেয়ের বাড়িতে শনিবার বিকালে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গির আলম জানান, শনিবার রাত ১১টার দিকে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ব্যক্তি সম্প্রতি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার বিকালে জ্বর ও কাশি নিয়ে তার মৃত্যু হয়। এ খবর জানাজানি হলে ওই এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ”
রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় বলে জানান সিভিল সার্জন।পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি বলেন, “ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাসাটি লক-ডাউন করে লাল পতাকা গেড়ে দেওয়া হয়েছে। আইইডিসিআর থেকে নমুনার ফল না আসা পর্যন্ত বাড়িটি থেকে কেউ বের হতে পারবেন না।