পটুয়াখালীতে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে কৃষক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
পটুয়াখালী সদর উপজেলায় জমির বিরোধের জেরে ‘চাচাত ভাইয়ের লাঠির আঘাতে’ এক কৃষক নিহত হয়েছেন। সদর থানার এসআই মো. হানিফ জানান, শনিবার বেলা ১১টার দিকে কৌড়াখালি গ্রামে হত্যাকাÐের এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৪৭) ওই এলাকার আশ্রাফ আলী সিকদারের ছেলে।
এসআই হানিফ বলেন, হাবিবুর রহমান বিবদমান একটি জমিতে মাটি কাটতে গেলে তার চাচাত ভাই কাওছার ও আব্বাস বাধা দেন। হাবিব মাটি কাটা বন্ধ না করলে এ নিয়ে কথাকাকাটি হয়। একপর্যায়ে আব্বাস ও কাওসারের লাঠির আঘাতে হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছেন এসআই মো. হানিফ।