December 22, 2024
জাতীয়

পঞ্চগড়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিক্ষকের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

পঞ্চগড়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জনপ্রতিনিধি জানিয়েছেন। সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মুছা কলিমুল্লাহ প্রধান বলেন, শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত নাজমুল হক (৭০) ওই ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা। জেলা শহরের বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।

চেয়ারম্যান বলেন, গত শুক্রবার বাড়িতে আগুন পোহানোর সময় নাজমুলের লুঙ্গিতে আগুন ধরে যায়। আগুন সব পোশাকে ছড়িয়ে পড়ে। আগুনে তার শরীরের নিচের অংশের অনেকটাই পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরদিন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *