নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
পূর্বশত্র“তার জেরে নড়াইলের কালিয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার পারবিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বনি মোল্যা পারবিষ্ণুপুর গ্রামের হাশিম মোল্যার ছেলে। তিনি কৃষি কাজ করতেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মিহির মোল্যা ও হারুনুর রশিদের পক্ষের দুটি পক্ষ রয়েছে। নিহত বনি মোল্যা মিহির মোল্যার সমর্থক।
বনির বাবা হাশিম মোল্যা বলেন, গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্র“তার জের ধরে তাদের সঙ্গে হারুনুর রশিদের বিরোধ চলছিল। সকালে আমার ছেলে ঘেরে কাজ করার সময় সকাল ৮টার দিকে হারুনের লোকেরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পূর্বশত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও মামলা হয়নি।