নড়াইলে মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে শিশু নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন। গতকাল রবিবার বিকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নয়ন শেখ (৯) উপজেলার কুমড়ি গ্রামের রহমান শেখের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল চালক মিরাজ মোল্যা ও আরোহী সাদিয়ার রহমান। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, বেলা ৩টার দিকে মোটরসাইকেল যোগে নয়ন শেখ, মিরাজ মোল্যা ও সাদিয়ার রহমান উপজেলার দিঘলিয়া বাজার থেকে খালচরের দিকে যাচ্ছিলেন। লুটিয়া বাজারে বিপরীত দিক থেকে আসা তিন চাকার একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নয়নের মৃত্যু হয়। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পরিদর্শক আমানুল্লাহ জানান।