নড়াইলে পিকআপ-বাইক সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নড়াইলের লোহাগড়া উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার কচুবাড়িয়া এলাকায় যশোর-কালনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমীর বিশ্বাস (৪১) উপজেলার বামনহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে তিনি।
ওসি প্রবীর বলেন, সমীর মোটরসাইকেলে করে যাওয়ার সময় পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া এ দুর্ঘটনায় সবুজ গোলদার (৩০) নামে এক ব্যক্তি আহত হলে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।