নড়াইলে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবি লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ।
রবিবার রাত ৮টায় নড়াইল পৌরসভার উপশহর বাজারে এ কর্মসূচি পালিত হয়। আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র ওজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা। আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আতিক মহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা মেশকাতুল ওয়ায়েজীন লিটু, জেলা
মৎস্যজীবি লীগের সহ-সভাপতি খন্দকার শাহেদ আলী শান্ত, জেলা
সেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল আলম বাচ্চু, সদস্য সনজয় কুমার সাহা,হাফিজুর রহমান ভুট্রো, সাইফুর রহমান বিশ্বাস ,রফিকুজ্জামান উজ্জ্বল,ফারুক খান, নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়ামিন মোল্যা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলিদ হাসান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিব খান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালমান খান,জেলা ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক দীপ ঘোশ,নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নাফিজ হাসান ইয়ানূর,নড়াইল জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মাহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কাটেন। পরে অতিথিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠন
সাংগঠনিকভাবে এগিয়ে চলেছে। আওয়ামী মৎস্যজীবি লীগের দলীয় কর্মকান্ড শক্তিশালী হলে আওয়ামীলীগের শক্তি বাড়বে। দলের সাংগঠনিক কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে হবে।
কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন