January 15, 2025
জাতীয়

নড়াইলে গ্যাস সিলিন্ডারের আগুন ধরে দগ্ধ ৮

দক্ষিণাঞ্চল ডেস্ক
নড়াইল সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে আটজন আহত হয়েছেন। জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আহাদুজ্জামান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধ সবাই ওই গ্রামের বাসিন্দা। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সবুর ফকির (৪৫) বলেন, সকালে তাদের বাড়িতে গ্যাসের চুলায় নতুন একটি সিলিন্ডার লাগানোর হয়। চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারে আগুন ধরে যায়। সাথে সাথে বালুর বস্তা দিয়ে চাপা দেওয়া হয়েছিল। কিন্তু আগুন নিভে গেছে ভেবে বস্তা সরালে প্রচণ্ড শব্দে আবার আগুন জ্বলে ওঠে। তখন আমরা দগ্ধ হই।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আহাদুজ্জামান। তিনি বলেন, সিলিন্ডারটি বাড়ির বাইরে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে সিলিন্ডারে কেন আগুন ধরেছে তা এখনও জানা যায়নি।
আগুনে আটজন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *