April 21, 2025
আঞ্চলিক

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলে অস্ত্র মামলায় নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের জাকির তালুকদারকে (৪৮) যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। গতকাল সোমবার সকালে স্পেশাল ট্রাইবুন্যাল-১ এর বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। জাকির ওরফে লিয়াকত হোসেন কলাবাড়িয়া গ্রামের শামসুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৬ সনের ১২ আগস্ট নড়াইলের নড়াগাতি থানার কান্দরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড শুটারগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় অস্ত্র আইনে নড়াগাতী থানায় একটি মামলা হয়। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদÐের আদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত আলামত বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেয়ার কথা বলা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *