নৌ পরিবহণ কমিশন এজেন্ট কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল বৃহস্পতিবার খুলনা নৌ পরিবহণ কমিশন এজেন্ট কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, খুলনা সদর থানা সভাপতি ও দৈনিক সংযোগ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন। গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উর্দ্ধতন সভাপতি শরীফ আতিয়ার রহমান, পরিচালক আলহাজ্জ মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, আলহাজ্জ মোঃ মফিদুল ইসলাম টুটুল, জোবায়ের হোসেন খান জবা, কাজী মাসুদুল ইসলাম, ওলিউর রহমান চৌধুরী। এছাড়া নৌ পরিবহণ মালিক গ্রæপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান, যুগ্ম মহাসচিব খুরশিদ আলম কাগজি মিন্টু, যুগ্ম মহাসচিব হাফিজুল ইসলাম চন্দন, কোষাধ্যক্ষ সঞ্জীব দাস।