December 29, 2024
জাতীয়

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এ রায় দেন। দণ্ডিত ফরহাদুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের নুরুল হুদার ছেলে।

জেলা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এটিএম মহিব উল­াহ জানান, দণ্ডিত ফরহাদুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মৃত কোরবান আলীর মেয়ে আমেনা বেগমকে বিয়ে করেন। এর পাঁচ মাসের মাথায় ২০১৫ সালের ৭ ফেব্র“য়ারি নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মহিব উল­াহ আরও জানান, এ ঘটনায় নিহতের বড় বোন আলেয়া বেগম বাদী হয়ে ফরহাদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বেগমগঞ্জ থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহফুজ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *