নোয়াখালীতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর বিরুদ্ধে মামলা
দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীতে যৌতুকের জন্য স্ত্রীর মাথার চুল কেটে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্যাতিতার বাবা বাদী হয়ে সুধারাম থানায় এ মামলা দায়ের করেন। সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, মামলায় নির্যাতিতার স্বামী মোশাররফ হোসেন উজ্জ্বলকে একমাত্র আসামি করা হয়েছে।
আসামিকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযানে নেমেছে জানিয়ে ওসি বলেন, আসামি যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য বিনামবন্দর ও স্থলবন্দরে তার পাসপোর্টের ছায়াকপি ও ছবি পাঠানো হয়েছে।
গত বুধবার রাতে সৌদি আরব ফেরত স্বামী মোশাররফ হোসেন উজ্জল জেলা শহরের বছিরার দোকান এলাকার তাদের ভাড়া বাসায় যৌতুকের জন্য স্ত্রীর মাথার চুল কেটে দেন এবং পুরো শরীরে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় তাদের আট বছরের ছেলেকে বেঁধে রাখেন বলেও মামলায় অভিযোগ করা হয়। ওই নারী এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।