December 27, 2024
জাতীয়

নোয়াখালীতে বাসের ধাক্কায় ৪ অটো আরোহী নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের চাপায় চার অটোরিকশা আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বেগমগঞ্জ উপজেলার লারপুর গ্রামের সামছুল ইসলাম সেলিমের স্ত্রী নূর নাহার আক্তার লাভলী (২৮)। আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি বলেন, ঢাকা থেকে মাইজদীগামী হিমাচল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী নিহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় পড়া বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *