নোয়াখালীতে বন্দুকযুদ্ধে ২৩ মামলার আসামি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২৩ মামলার এক আসামি নিহত হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন স্বপন (৩৯) কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
পুলিশ বলছে, শাহাদাত নোয়াখালী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং তার বিরুদ্ধে নোয়াখালী, ফেনী, ল²ীপুর ও চাঁদপুরের বিভিন্ন থানায় হত্যা-ডাকাতিসহ ২৩টি মামলা রয়েছে।
ঘটনার বর্ণনায় ওসি আরিফুর বলেন, শাহাদাত তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে ‘ডাকাত সর্দার’ শাহাদাতকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী জেনালের হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৩ রাউন্ড কার্তজ, দুটি ছুরি ও দুটি রামদা উদ্ধার এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করেছে বলে জানান আরিফুল।