December 22, 2024
জাতীয়

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র। সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদের ভাষ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১টার উপজেলার পূর্ব নাটেশ্বর গ্রামে গোলাগুলির ওই ঘটনায় নিহত ব্যক্তি ডাকাতির ১১ মামলার আসামি। নিহত মোখলেছুর রহমান ওরফে ডাকাত সুবল (৩৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের এছাক মিয়ার ছেলে।

পুলিশ বলছে, সুবলের বিরুদ্ধে জেলার সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জসহ বিভিন্ন থানায় ১১টি ডাকাতি মামলা রয়েছে।মামলা মাথায় নিয়ে তিনি পলাতক ছিলেন। ওসি বলেন, সোনাইমুড়ি থানার টহল পুলিশ ঘটনাস্থলে টহলে গেলে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে ওসি সামাদ জানান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *