নোয়াখালীতে জনতার পিটুনিতে ‘মাদকের আসামি’ নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক মামলার এক আসামিকে ইয়াবাসহ আটকের পর স্থানীয় লোকজন পিটিয়ে হত্যা করেছে পুলিশ জানিয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদ্দুজামান জানান, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শুনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত গোলাম কিবরিয়া মিন্টু (৩৫) ওই ওয়ার্ডের ইমান আলী চৌকিদার বাড়ির ইসমাইলের ছেলে।
পুলিশ বলছে, ‘চিহ্নিত মাদক বিক্রেতা’ মিন্টুর বিরুদ্ধে মাদকের মামলাসহ ৭-৮টি মামলা রয়েছে।
ওসি বলেন, মিন্টু স¤প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পায়। শনিবার স্থানীয় লোকজন তাকে ইয়াবাসহ আটক করে পিটুনি দেয়। নিহতের বড় ভাই আদাদের অভিযোগ, শনিবার বিকাল ৫টার দিকে এলকার শেখ ফোরমানের বাড়ির আজাদের ছেলে তানভির (২৫), পাটোয়ারী হাটপটু ডাক্তার বাড়ির নুর আমিনের ছেলে ফয়সালসহ আরও কয়েকজন মিন্টুকে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে মিন্টুর চোঁখ, হাত-পা বেঁধে পিটিয়ে আহত করে তারা।
তিনি বলেন, পরে তারা থানায় খবর দিলে পুলিশ মিন্টুকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।