December 22, 2024
জাতীয়

নোয়াখালীতে ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদÐ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দÐিত মো. মিলন ওরফে ওমর ফারুক সুবর্ণচরের চর মহিউদ্দিন গ্রামের আবদুল মান্নানের ছেলে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, আসামি মিলন ও নিহত শরীফ দুই বন্ধু ইটভাটায় কাজ করতেন। এই সুবাদে শরীফের বাড়িতে প্রায় যাতায়াত করতেন মিলন। শরীফের বাড়িতে তরুণী বোন থাকায় তিনি মিলনকে যখন তখন তাদের বাড়ি যেতে বারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৭ সালের ২৮ মে চর মহিউদ্দিন গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় শরীফকে কুপিয়ে হত্যা করেন মিলন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আরিফ হোসেন বাদী হয়ে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *