নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ মিস্ত্রি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেফ্রিজারেটর মিস্ত্রি নিহত হয়েছেন। বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, বুধবার বেলা ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান আলী (২৮) ও জিরতলি ইউনিয়নের গুলজার হোসেনের ছেলে ফয়েজ (১৫)।
ওসি হারুনুর বলেন, রেফ্রিজারেটর মিস্ত্রি আরমান ও ফয়েজ ওই গ্রামের জাকির আমিনের বাড়িতে একটি রেফ্রিজারেটর মেরামত করছিলেন। এ সময় মিস্ত্রিদের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আরমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ফয়েজও আহত হন। হাসপাতালে নেওয়ার পথে ফয়েজেরও মৃত্যু হয় বলে তিনি জানান।