নোয়াখালীতে এক ডজন মামলার আসামি গোলাগুলিতে নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীর সেনবাগে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, যার বিরুদ্ধে থানায় এক ডজন মামলা রয়েছে বলে পুলিশের দাবি। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বীরকোট এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
নিহত আনোয়ার হোসেন ইউসুফ (৪৪) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহেরের ছেলে। পুলিশ বলছে, ইউসুফ আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার এবং তার বিরুদ্ধে সেনবাগ থানায় ডাকাতি, চুরি ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।
ওসি মিজানুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
এক পর্যায়ে ইউনুফকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি রাম দা উদ্ধার করা হয় বলে জানান ওসি।