September 14, 2025
বিনোদন জগৎ

নোবেলের ‘তামাশা’য় লাইকের চেয়ে ডিসলাইক বেশি ৮ গুণ

অন্যের গান গেয়ে পরিচিতি পেয়েছেন সমালোচিত গায়ক নোবেল। তবে নিজের মৌলিক গানে শ্রোতাদের হৃদয় স্পর্শ করতে পারলেন না তিনি। সদ্য প্রকাশিত তার ‘তামাশা’ গানটি ইউটিউবে ২৫ হাজার লাইক পেয়েছে। তবে এতে লাইকের চেয়ে ৮ গুণ বেশি ডিসলাইক দিয়েছেন দর্শক।

রোববার (০৭ জুন) সকালে নিজের গাওয়া তৃতীয় মৌলিক গানটি প্রকাশ করেছেন নোবেল। যা সোমবার (০৮ জুন) দুপুর পর্যন্ত ভিউ পেয়েছে প্রায় আট লাখ। আর গানচিত্রটি ডিসলাইক পেয়েছে ২ লাখেরও বেশি। যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

নোবেলের এই গানের মডেল তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান। গানচিত্র পরিচালনা করেন নাজমূল হাসান।

গানটিতে শুধু ডিসলাইকই নয়, বেশির ভাগ মানুষ অপছন্দ করার কথাও জানিয়েছেন কমেন্টের ঘরে। ফেসবুকেও গানটি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন অনেকে।

‘তামাশা’ গানের ইউটিউব কমেন্টের ঘরে কিং খান নামের একজন লেখেন, এই তামাশার জন্য এতো তামাশা না করলেও হত।

সাম্য চৌধুরী নামের একজন লেখেন, লেজেন্ডদের কা‌ছ থেকে গান শি‌খে গান বানালে আজ ২ লাখ ৮০ হাজার লাইক থাকতো।

হিরো চাকমা লেখেন, লেজেন্ডদের ২০২০ সালে শেখাব কীভাবে গান গাইতে হয়- অতঃপর- এটা কী ছিল!

মারফু হোসেন নামের আরেকজন লেখেন, জীবন থেকে ২ মিনিট ৪৪ সেকেন্ড নষ্ট করলাম।

এমন হাজার হাজার নেতিবাচক মন্তব্যে ভরে গেছে নোবেলের ‘তামাশা’র কমেন্টের ঘর। অতচ এই গানটির জন্য সম্প্রতি দেশের লেজেন্ড শিল্পীদের অপমান করে স্ট্যাটাস দিয়েছিলেন ভারতীয় জি বাংলা টিভির রিয়েলিটি শো ‘সারেগামা’ থেকে পরিচয় পাওয়া এই গায়ক। এতে করে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *