নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৫
দক্ষিণাঞ্চল ডেস্ক
নেপালে ভারি বৃষ্টিপাতে কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন; নিখোঁজ রয়েছেন আরো ছয়জন। গত বৃহস্পতিবার থেকে হিমালয় কন্যা নেপালে একটানা বৃষ্টি শুরু হয়। ভারি বৃষ্টির কারণে দেশটির ৭৭টি জেলার মধ্যে ২০টি জেলাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশজুড়ে ১৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। বন্যা ও ভূমিধসে আহত হয়েছেন আরো ১৩ জন, আর নিখোঁজ ছয় জন। রাজধানী কাঠমাণ্ডুতে ঘরের দেয়াল ধসে এক পরিবারের তিন সদস্য মারা গেছেন।
টেলিভিশন চ্যানেলগুলোতে স¤প্রচারিত ভিডিওতে কাঠমাণ্ডুর বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে যেতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা রাবারের নৌকায় করে বন্যা দুর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন।