নেপালেও বার্ড ফ্লু, হাজার হাজার পাখি হত্যা
নেপালেও বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। গত কয়েকদিনে বেশ কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বার্ড ফ্লুর (এইচ৫এন৮) অস্তিত্ব পাওয়ায় শনিবার রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার পাখি হত্যা করা হয়েছে। খবর এএনআই।
নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঠমান্ডুর তারকেশর পৌরসভা-৭’য়ের একটি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে যে, স্থানীয় ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় কমপক্ষে ১ হাজার ৮৬৫টি হাঁস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগী, ২৫টি টার্কি মুরগী, ৫৪২টি ডিম এবং ৭৫ কেজি মুরগীর খাবার নষ্ট করা হয়েছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, সেন্ট্রাল লাইভস্টক রিসার্চ ল্যাবরেটরিতে পিসিআর টেস্টের মাধ্যমে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিভিন্ন ফার্মে থাকা পাখিদের অস্বাভাবিক আচরণ নিয়ে সন্দেহ হলে সে বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর জন্য পোল্ট্রি ব্যবসায়ী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
কিছুদিন আগে প্রতিবেশী দেশ ভারতেও বার্ড ফ্লুর অস্তিত্ব ধরা পড়ে। সেখানেও এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাজার হাজার পাখি হত্যা করা হয়েছে।