নেদারল্যান্ডসের সহযোগিতায় খুবিতে চালু হচ্ছে স্যানিটেশনে মাস্টার্স
খবর বিজ্ঞপ্তি
বৈশ্বিক চাহিদার নিরিখে স্যানিটেশন বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নেদারল্যান্ডস সফর করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে উক্ত কোর্স চালুর ব্যাপারে সমঝোতার বিষয় নিয়ে আলোচনা করেন।
তারই ফলশ্রতিতে এ বিষয়ে উচ্চতর নীতিনির্ধারক মহলের অন্যতম বিশেষজ্ঞ শিক্ষক-গবেষক হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গ্যাং-হাও চ্যান। তিনি দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভ‚ইয়া এবং সংশ্লিষ্ট কোর্স প্রবর্তনের সমন্বয়ক প্রফেসর ড. মোঃ আহসানুল কবীর উপস্থিত ছিলেন। পরে প্রফেসর ড. গ্যাং-হাও চ্যান নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের একাডেমিক ও রিসার্চ সুবিদাধি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে মিলিত হন।