নেত্রকোণায় বাস পুকুরে, আহত ২৬
দক্ষিণাঞ্চল ডেস্ক
নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাস পুকুরে পড়ে অন্তত ২৬ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আটপাড়া থানার এসআই আব্দুল কাদির বলেন, উপজেলার সালকি-মাটিকাটা এলাকায় নেত্রকোণা-আটপাড়া সড়কে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জেলার মদন উপজেলা থেকে ছেড়ে নেত্রকোণা সদরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছেন বলে তিনি জানান।