নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে জেলা বিএনপির নিন্দা ও উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোত্তজা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে খুলনা সদর থানা পুলিশের মামলা দায়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ