নেটফ্লিক্সের চমক কাভি খুশি কাভি গাম, শাহরুখ হলেন নওয়াজ
কিছুদিন আগেই ১৯ বছর পূর্ণ করেছে বলিউডের কালজয়ী সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। করণ জোহর প্রযোজিত ও পরিচালিত তারকাবহুল এই সিনেমা আজও নস্টালজিক করে তুলে অনেককে। ভারতীয় উপমহাদেশের পারিবারিক সম্প্রীতি, প্রেম-বিরহ দারুণভাবে ফুটে উঠেছে এখানে।
এই সিনেমা নিয়ে নতুন এক চমক দিলো জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির ভারতীয় কর্তৃপক্ষ একদম অন্যরকম এক ‘কাভি খুশি কাভি গাম’-এর পোস্টার শেয়ার করল তাদের ইনস্টাগ্রাম পেজে। সেখানে দেখা গেল
শাহরুখ খানের ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। তিনি মিশরের মরুভূমিতে ট্রান্সপ্যারেন্ট শার্ট পরে নায়িকার সঙ্গে ‘সুরাজ হুয়া মধ্যম’ গানে রোমান্স করছেন।
অন্যদিকে শাহরুখ খানের বাবা চরিত্রের অমিতাভ বচ্চনের ভূমিকায় দেখা গেল পঙ্কজ ত্রিপাঠীকে। তিনি স্যুট বুট টাই পরে বিজনেস টাইকুন হয়ে নেমে আসছেন চপার থেকে।
নেটফ্লিক্স ইন্ডিয়ার শেয়ার করা পোস্টারে আরও দেখা গেল ‘কাভি খুশি কাভি গাম’-এর নন্দিনী রায়চন্দ অর্থাৎ জয়া বচ্চনের ভূমিকায় দেখা যাছে নীনা গুপ্তকে। তাদের বড় ছেলে রাহুলের স্ত্রী অঞ্জলি চরিত্রে দেখা যাচ্ছে রাধিকা আপ্তেকে, বিক্রান্ত মাসি হয়ে উঠেছেন রোহন রায়চন্দ অর্থাৎ হৃতিক রোশন এবং মিথিলা পালকর হয়েছেন ‘পু’ কারিনা কাপুর।
বেশিরভাগ ছবিতে সব সময় গালিগালাজ, খুন খারাপি করা বাহুবলী ডনের চরিত্রে অভিনয় দেখতে অভ্যস্ত এই দুই ‘অন্য ধারা’র অভিনেতাকে একেবারে করণ জোহরীয় ধাঁচে দেখে দর্শক যেন একটু নড়েচড়ে বসলেন। তবে নেটফ্লিক্স রিমেক বা সিক্যুয়েল করতে চলেছে ‘কাভি খুশি কাভি গাম’র?
এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। তবে খোঁজ নিয়ে আনন্দবাজার ডিজিটাল জানাচ্ছে, কোনোটাই হচ্ছে না। করণ জোহর পরিচালিত এ ফ্যামিলি ড্রামার আমেজে নেটফ্লিক্স তাদের বিভিন্ন সিরিজ এবং ছবিতে অভিনয় করা তারকাদের নিয়ে ভারতীয় দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা দিয়েছে।
পোস্টারটির ক্যাপশনে লেখা, ‘আমরা আশা করি এই বছরটায় দুঃখ নয়, শুধুই খুশি থাকবে।’
তবে বলার অপেক্ষা রাখে না, নেটফ্লিক্স ইন্ডিয়ার এই কায়দায় জানানো শুভেচ্ছা বেশ আনন্দ দিয়েছে দর্শকদের। সেইসঙ্গে ‘কাভি খুশ কাভি গাম’ সিনেমার রিমেক বা সিক্যুয়েলের ভাবনাটিকেও উস্কে দিয়েছে।