January 20, 2025
খেলাধুলা

নেইমারের অধিনায়কত্বে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ব্রাজিল

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের জন্য উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের ক্ষতটা ভুলতে কার্যকরী দাওয়াই হিসেবে প্রমাণিত হতে পারে আন্তর্জাতিক সূচি। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে নামবেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ফুটবলার।

শুধু নামবেন বলাটা ভুল, নিজ দেশের জাতীয় দলের অধিনায়কত্বও করবেন নেইমার। শুক্রবার বলিভিয়া ও পেরুর বিপক্ষে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। যেখানে দলের নেতৃত্বভার তিনি দিয়েছেন নেইমারের কাঁধে।

জাতীয় দলের অধিনায়কত্ব এবারই প্রথম নয় নেইমারের জন্য। আরও ৪-৫ বছর আগে থেকেই জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। নেইমারের অধীনেই ২০১৬ সালের অলিম্পিকে নিজেদের ইতিহাসের প্রথম স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল ফুটবল দল। এছাড়া আরও অনেকবারই জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন নেইমার।

আগামী মাসের ৮ তারিখ বলিভিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার লড়াই শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর পাঁচদিন পর পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। এবারের সূচিতে এ দুই ম্যাচই রয়েছে তাদের।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনিহো (বার্সেলোনা)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *