নূসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ফুলবাড়ীগেটে মানববন্ধন
খানজাহান আলী থানা প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার ছাত্রী নূসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে মানববন্ধন কর্মসুচি পালন করেন।
বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোল্লা মুজিবর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, ড্রাগ এ্যাসোসিয়েশনের খানজাহান আলী থানা সভাপতি কাজী নেসারুদ্দিন মন্টু, আলী রেজা নান্নু, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, সুরুজ্জামান হানিফ, মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন, অভিনেতা সুমন আহম্মেদ বাবু, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক চৈতন্য কুমার কুন্ড, মোছাঃ লিপিকা খাতুন, বিএম মনিরুজ্জামান, খন্দকার সাবিহা সুলতানা, লায়লা কারিশমা, তন্ময় মৃধা, মোঃ আরাফাত সিদ্দিকী। মানববন্ধনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ সহ সর্বস্থরের সাধারণ মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নূসরাতের হত্যার সাথে জড়িত সকলকে দ্রæত বিচারের আওতায় এনে সর্বচ্চ সাজা নিচ্ছিতের দাবী জানান।