নুসরাত হত্যার রায়ে সরব বিশ্ব গণমাধ্যম
দক্ষিণাঞ্চল ডেস্ক
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা শুরু থেকেই বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের গণমাধ্যমগুলো। সেসময় বিভিন্ন খবরে উঠে এসেছিল নুসরাত হত্যার বিভিন্ন ঘটনা। এর ছয় মাসের মধ্যেই মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
এর পরপরই নুসরাত হত্যার রায় গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি ‘ঘঁংৎধঃ ঔধযধহ জধভর: উবধঃয ঢ়বহধষঃু ভড়ৎ ১৬ যিড় ংবঃ ংঃঁফবহঃ ড়হ ভরৎব’ অর্থাৎ ‘নুসরাত জাহান রাফি: ছাত্রীর গায়ে আগুন দেওয়া ১৬ জনের মৃত্যুদণ্ড’ শিরোনামে লিড নিউজ করেছে তাদের ওয়েবসাইটে।
ভারতের এনডিটিভি লিখেছে, ‘১৬ ঝবহঃবহপবফ ঞড় উবধঃয ওহ ইধহমষধফবংয ঋড়ৎ ইঁৎহরহম ১৯-ণবধৎ-ঙষফ ডড়সধহ অষরাব’, ‘১৯ বছরের নারীকে জীবন্ত পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদণ্ড’।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শিরোনাম ‘১৬ ংবহঃবহপবফ ঃড় ফবধঃয রহ ঘঁংৎধঃ ঔধযধহ জধভর’ং সঁৎফবৎ’ বাংলায় এর অর্থ করলে দাঁড়ায়, ‘নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’।
খবর এসেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাতে। তারা খবরটিকে তৃতীয় লিড নিউজ করেছে। তাদের শিরোনামে এসেছে ‘ইধহমষধফবংয ংবহঃবহপবং ১৬ ঃড় ফবধঃয ড়াবৎ ঘঁংৎধঃ ঔধযধহ জধভর সঁৎফবৎ’ অর্থাৎ ‘বাংলাদেশে নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’।
যুক্তরাজ্যের বহুল পঠিত ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, ‘ইধহমষধফবংয ঃড় পযধৎমব ১৬ রিঃয সঁৎফবৎ ড়ভ ড়িসধহ, ১৯, নঁৎহবফ ঃড় ফবধঃয’ অর্থাৎ ‘১৯ বছরের নারীকে পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের দণ্ড’।
জাপান টুডে তাদের আন্তর্জাতিক খবরের লিড শিরোনামে লিখেছে, ‘১৬ ংবহঃবহপবফ ঃড় ফবধঃয রহ ইধহমষধফবংয ভড়ৎ নঁৎহরহম মরৎষ ধষরাব’ অর্থাৎ ‘নারীকে জীবন্ত পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদণ্ড’।
বিশ্বের প্রভাবশালী অন্য গণমাধ্যমগুলোতেও নুসরাত হত্যার রায়ের খবর প্রকাশ করা হয়েছে গুরুত্বের সঙ্গে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ, দ্য সান, কানাডার সিটিভি, সিঙ্গাপুরের সিএনএ, অস্ট্রেলিয়ার এসবিএস, যুক্তরাষ্ট্রের সিএনএনসহ ভারত ও শ্রীলঙ্কার গণমাধ্যমেও উঠে এসেছে আলোচিত এ হত্যাকাণ্ডের রায়ের খবর। এমনকি পর্তুগাল, ইতালি, পেরু, নেপাল, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের গণমাধ্যমেও প্রচার হচ্ছে নুসরাত হত্যা মামলার রায়ের খবর।