নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে নগরীতে মানববন্ধন
নুসরাতের খুনি সিরাজউদ্দোলাকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। শুধু নুসরাতই নয় পূর্বের সকল ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত ফাসি কার্যকর করতে হবে। গতকাল সোমবার বেলা এগারটায় যৌন হয়রানির প্রতিবাদ করায় গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে খুলনায় মানববন্ধনে বক্তারা এ কথা বলে। এ সময় বক্তারা আরো বলেন, খুলনায় যে সকল ধর্ষণের মামলা রয়েছে তা দ্রুত রায় দিতে হবে।
নগরীর গল্লামারির লায়ন্স স্কুলের সামনে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা ও উপকূল উন্নয়ন ভাবনার যৌথ উদ্যোগে এবং ২৫নং ওয়ার্ড নাগরিক ফোরামের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোনালী দিন প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক ইশরাত আরা হীরার সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন উপকূল উন্নয়ন ভাবনার সভাপতি এম সাইফুল ইসলাম। এসময় রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যাকারীর ফাঁসির দাবি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।
মানববন্ধনে বক্তৃতা করেন খুবি’র সহকারি রেজিষ্ট্রার আব্দুর রহমান, লায়ন্স স্কুলের সহ প্রধান শিক্ষক গাউস উদ্দিন শিকদার, নিসচা’র খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, আসক এর বিভাগীয় সভাপতি এম এ কাশেম, সিপিবির সুতপা বেদঞ্জ, নারী নেত্রী সিলভী হারুন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জয়নাল আবেদিন বাবলু, মোঃ সবুজুল ইসলাম, মো. জেড এন সুমন, সৈয়দ আলি হাফিজ, এ্যান্থনি সুশিল ফলিয়া, শেখ হেদায়েত হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, বেদৌরা আফরোজ, শিরিনা পারভীন, রবিউল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, সঞ্জয় পাল, বিভূতি ভূষন বাইন, মো রাকিব উদ্দিন, শেখ ইয়াছিন আলম, শামিমা আক্তার আখি, আল মামুন, তানভীর আহমেদ, প্রাণডোরের সভাপতি নাসিব আহসান রুমি, জেসমিন আক্তার জুই প্রমুখ।