নীলফামারীতে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
নীলফামারীতে টহলরত এক বিজিবি সদস্য বজ্রপাতে নিহত হয়েছেন; এছাড়া এ ঘটনায় আরও এক বিজিবি সদস্য আহত হয়েছেন। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, শুক্রবার রাতে বিজিবি ৫১ ব্যাটালিয়নের ঠাকুরগঞ্জ বিওপি ক্যাম্পের সদস্যরা এই বজ্রপাতের শিকার হন। নিহত কামরুল হাসান (৩৫) বিজিবির নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উলাপাড়া উপজেলায়।
ওসি মফিজ বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে কামরুল ঘটনাস্থলে নিহত হন। এছাড়া এ ঘটনায় ইয়াসিন আলী নামে এক সিপাই আহত হয়েছে। তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।