নীলফামারীতে কয়েলের আগুনে পুড়ল ৫৪ ঘর
দক্ষিণাঞ্চল ডেস্ক
নীলফামারীর ডোমার উপজেলায় মশার কয়েল থেকে আগুন লেগে ৫৪টি ঘর পুড়ে গেছে। গতকাল রবিবার ভোরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ন্ত্রণে আনে বলে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৩টার দিকে জিতেন চন্দ্র রায়ের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় জিতেনসহ গ্রামের ১৮টি পরিবারের ৫৪টি টিনসেড ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নীলফামারী ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, মশা মারার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের অর্ধশতাধিক ঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে দুইটি গরু, ছয়টি ছাগল ও শতাধিক হাঁস-মুরগী ও কবুতর মারা যায়।
পরে নীলফামারী ও ডোমার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান। আগুনে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল দাবি করলেও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।