নিয়ন্ত্রণহীন বাসের চাপায় মুন্সীগঞ্জে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ভ্যানে উঠে পড়লে দুইজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার চন্দ্রেরবাড়ি এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে রোববার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান।
নিহতরা হলেন- লৌহজংয়ের পূর্ব শিমুলিয়া গ্রামের ওয়াজউদ্দিন শেখের ছেলে মো. আব্দুর রহমান শেখ (৭০) ও নাজির দেওয়ানের ছেলে পরশ আলী দেওয়ান (৬৫)।
আহত দুইজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনসপেক্টর মৃদুল রঞ্জন দাস বলেন, “শিমুলিয়া ঘাট থেকে ঢাকামুখী বিআরটিসি পরিবহনের একটি বাস পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে একটি ভ্যানের ওপর উঠে যায়।এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।লাশ স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।