নিয়ন্ত্রণহীন ট্রাক ফুটপাতে, প্রাণ গেল দুই যুবকের
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া এক ট্রাকের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি নূরে আজম জানান। নিহতরা হলেন- মো. মোবারক হোসেন (২৭) ও তার শ্যালক মো. ডালিম (২০)। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। এক আত্মীয়কে বিদায় জানাতে বিমানবন্দরে যাচ্ছিলেন তারা।
ওসি বলেন, বিমানবন্দরের প্রবেশ পথের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। সে সময় ফুটপাতে থাকা মোবারক ও ডালিম ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই পুলিশ ট্রাকের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।