November 27, 2024
আঞ্চলিক

নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা কমিটির আয়োজনে ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। মূখ্য আলোচক ছিলেন লেখক, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, শেখ ইলিয়াস, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল -ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, অধ্যাপক আহসান হাবিব, শরীফুল ইসলাম সেলিম, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন রায়, নারীনেত্রী ইসরাত আরা হীরা, জেসমিন জামান, নূরুন নাহার হীরা, সাংবাদিক এ এম রাশীদুল আহসান বাবলু, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ’৭১-এর গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির চক্রের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে ১৯৯২-এর ১৯ জানুয়ারি শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত হয়েছিল ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। বহু বাধা-বিপত্তি, জেল-জুলুম-হত্যার পথ অতিক্রম করে গত ২৮ বছরে এই আন্দোলন বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছে, মুক্তিযুদ্ধের প্রায় ৪০ বছর পর ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার আরম্ভ হয়েছে। শহীদজননীর জীবদ্দশাতেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের এই নাগরিক আন্দোলন তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছে এবং দেশের সীমা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *