নির্বাচনের নামে প্রতারণা করেছে সরকার : ইসলামী আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচনের নামে সরকার জনগণের সাথে পুনরায় প্রতারণা করেছে। জনগণকে নির্বাচনে নামিয়ে ভোট দিতে না দেওয়া, হাতপাখার এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেয়া জাতির সাথে নির্বাচন নিয়ে চরম গাদ্দারীর শামিল। এ ধরনের প্রহসন, ধোকাবাজি ও প্রতারণার কোন মানেই হয় না।
নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। বিবৃতিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন সভাপতি মুফতী আমানুল্লাহ, নগর সহ সভাপতি আলহাজ্ব মাওঃ মোজাফ্ফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, জিএম সজীব মোল্লা, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ তরিকুল ইসলাম কাবির, আব্দুর রশীদ, মোঃ শরিফুল ইসলাম, মুফতী আমিরুল ইসলাম, মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মুফতী ইসহাক ফরীদি, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ ইমরান হোসাইন, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, এ্যাডভোকেট কামাল হোসেন, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আব্দুস ছালাম, ডাঃ মাওঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, মুফতী মাহবুবুর রহমান, শায়খুল ইসলাম বিন হাসান ও মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ।