নির্বাচনের আগেই গাজায় হামলা হবে: নেতানিয়াহু
সরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু দেশটিতে আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগেই ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর হুমকি দিয়েছেন।
রাশিয়া সফর শেষে দেশে ফেরার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এ হুমকি দেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।
রাশিয়া সফরে যাওয়ার আগেই গাজায় হামলার বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ এ প্রধানমন্ত্রী। ফেরার পর তিনি বলেন, ‘যে কোনো সময় এ হামলা হতে পারে’।
পর্যবেক্ষকরা নেতানিয়াহুর এই ঘোষণাকে নির্বাচনকে সামনে রেখে মৌলবাদী ইহুদিদের ভোট বাগিয়ে নেওয়ার ‘অপকৌশল’ হিসেবে দেখছেন।
কেবল গাজায় হামলার ঘোষণাই নয়, নেতানিয়াহু ক’দিন আগে এক টেলিভিশন ভাষণে জানান, তিনি পুনরায় নির্বাচিত হলে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীরের জর্দান উপত্যকা নিজেদের দখলে নেবেন।
তার ওই ঘোষণায় আরব বিশ্বে নিন্দার ঝড় ওঠে। নিন্দা জানায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ এবং রাশিয়াও।
এ পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে আরও সংঘাতের দিকে ঠেলে দেবে বলে শঙ্কা করেন বিশেষজ্ঞরা।
দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে। গাজা থেকে রকেট ছোড়ার অজুহাত তুলে তারা নানা সময় বিমান হামলা চালিয়ে থাকে সেখানে। এরপরও সীমান্তে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা দখলদার দেশটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। সেখানেও নিয়মিতভাবে হামলা চালানো হয়।
তবে নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এ হুমকির গুরুত্ব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।