নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বেতার সংলাপ
তথ্য বিবরণী
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে বর্তমান সরকারের উদ্যোগের ওপর এক বেতার সংলাপ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ বেতার খুলনার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে খুলনা বেতার অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করে একজন মা তাঁর সন্তান জন্ম দেন। প্রতিবার গর্ভধারণে মায়ের জীবন ঝুঁকিতে পড়ে। মাতৃত্বকালীন মৃত্যু ঝুঁকি হ্রাস ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহের ফলে অল্প বয়সের মেয়েরা গর্ভধারণ করলে তাদের জীবন বিপন্ন হতে পারে। তাই মেয়েদের ১৮ বছর বয়সের নীচে বিয়ে দেয়ার কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ছিলেন খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা ও গাইনি বিশেষজ্ঞ রওগন আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন। অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কিশোর-কিশোরী ও নারীরা অংশগ্রহণ করেন।