নিরপেক্ষ নির্বাচন দাবিতে আবারো আন্দোলন করতে হবে : ফখরুল
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ, তত্ত¡াবধায়ক সরকারের অধীনে আবারো নির্বাচন দাবিতে আন্দোলন সৃষ্টি করে সরকারকে বাধ্য করতে হবে নতুন নির্বাচন দিতে। গতকাল সোমবার দুপুরে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এক প্রকারের যুদ্ধে নেমেছিলাম। কিন্তু আমাদের সেই অস্ত্রকে লুণ্ঠন করে নিয়ে আওয়ামী লীগ বন্দুক-পিস্তল দিয়ে সরিয়ে দিয়েছে। জনগণকে তারা পরাজিত করেছে, বিএনপিকে নয়। জনগণকে নিয়ে আন্দোলন সৃষ্টি করতে হবে। তাহলে এই সরকারকে পতন করা যাবে।
তিনি আরও বলেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনা, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। আজ দেখুন পার্লামেন্টে বিএনপির সংসদ সদস্যরা বিনা দ্বিধায় কথা বলতেছে। এতে করে কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, বরং আমাদের এতে লাভ হচ্ছে। এ জন্যই আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে গেছেন।
উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতিসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।