নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ২৭ ফেব্রুয়ারি শহিদ হাদিস পার্কে বিএনপির সমাবেশ
জেলা ও নগর বিএনপির যৌথ সভায় সিদ্ধান্ত
খবর বিজ্ঞপ্তি
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় দেশের ৬ মহানগরে সমাবেশের কর্মসূচি খুলনায় আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে খুলনা জেলা ও মহানগর বিএনপির যৌথ সভায় শনিবার সকাল ১১টায় বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার ঘোষণায় বলা হয় দেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও দেশের জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদ ও গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর আড়াইটায় শহিদ হাদিস পার্কে খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। সমাবেশে খুলনা বিভাগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দেশের ৬ সিটির মধ্যে বাকি ৫টির বিগত নির্বাচনের মেয়র প্রার্থী মুজিবর রহমান সরোয়ার, মোসাদ্দেক হোসেন বুলবুল, ডা. শাহাদাৎ হোসেন, তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশকে মহাসমাবেশে পরিণত করতে খুলনার জনগণ ও দলের নেতা-কর্মিদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সভায় কৃষক শ্রমিকসহ সকল পেশাজীবী সংগঠনকে জনগণকে ঐক্যবদ্ধ করে চলমান আন্দোলনের কর্মসূচি সমাবেশ সফল করতে ব্যাপক গণসংযোগ করার আহবান জানানো হয়। সভায় প্রশাসন, আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনকে সমাবেশ অনুষ্ঠানের প্রয়োজনীয় অনুমতি ও নিরপেক্ষতাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
যৌথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. খান ফজলুর রহমান এড. এস আর ফারুক, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশীদ, মোল্যা খায়রুল ইসলাম, মোল্যা সাইফুর রহমান মিন্টু, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মো. মাহবুব কাওসার, আসাদুজ্জামান মুরাদ, শামসুল আলম পিন্টু, খায়রুল ইসলাম জনি, সেলিম সরদার, নাজির উদ্দিন নান্নু, আব্দুল মান্নান, আব্দুর রহিম বক্স দুদু, সরোয়ার হোসেন, চৌধুরী ফকরুল ইসলাম বুলু, মোল্যা কবির হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, এড. মোমরেজুল ইসলাম, রেহেনা ঈসা, এড. মাসুম রশিদ, নজরুল ইসলাম বাবু, জিএম কামরুজ্জামান টুকু, কেএম শহিদুল আলম, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, এড. গোলাম মওলা, এড. তছলিমা খাতুন ছন্দা, শেখ সাদী, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, কাজী মিজানুর রহমান, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, হাসানুর রশিদ মিরাজ, নিয়াজ আহমেদ তুহিন, এড. মশিউর রহমান নান্নু, মোল্যা এনামুল কবির, নাজমুস সাকিব পিন্টু, শামসুজ্জামান চঞ্চল, ওয়াজউদ্দিন সান্টু, ম স আলম, শরিফুল ইসলাম বাবু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি, জহর মীর, কাজী আব্দুল লতিফ প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ