নিম্ন আয়ের মানুষের সাহায্য সকলকে এগিয়ে আসতে হবে : মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংকটের কারণে আজ প্রান্তিক জনগোষ্ঠির জীবন-জীবিকা ধারণ করা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। এখন প্রয়োজন তাদের জন্য বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিকে খাদ্রসামগ্রী নিয়ে এগিয়ে আসা। এগিয়ে আসতে হবে রাষ্ট্র, রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন ও ব্যাক্তি সবাইকে। অতীতে দেখেছি যে কোন প্রাকৃতিক দুর্যোগে এ দেশের সকল শ্রেণিপেশার মানুষ ক্ষতিগ্রস্থদের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছে। আশা করি করোনা ভাইরাসে কর্মহীন মানুষের পাশে সকলে একযোগে সাহায্যের জন্য এগিয়ে আসবে। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন, ঘরে থাকুন।
গতকাল মঙ্গলবার সদর ও সোনাডাঙ্গা থানার ১৯, ৩০ ও ৩১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী নি¤œ আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণকালে সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, সরদার রবিউল ইসলাম, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, আকরাম হোসেন খোকন, মোস্তফা জামাল মিন্টু, শেখ হাসমত হোসেন, গাজী শাহাদাৎ হোসেন, লোকমান মাহমুদ, আজিজুল দিদার, সেলিম বড়মিয়া, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রবিউল ইসলাম, ইয়াকুব আলি বাহার, মেজবাউল আলম পিন্টু, ইমরান হোসেন, শহিদুল ইসলাম রিয়াজ, জাহাঙ্গীর হোসেন, বাদল হাওলাদার, দেলোয়ার হোসেন, লাভলী আক্তার, আব্দুল কুদ্দুস, ইয়াকুব আলি, মো. ফিরোজ, নাসির প্রমুখ।