January 22, 2025
জাতীয়

নিবন্ধন পরীক্ষা: ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

দক্ষিণাঞ্চল ডেস্ক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফেসবুক মেসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। মাঈদুল উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর ছেলে।

গতকাল শুক্রবার ভোরে বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব হেফাজতে রাখা হয়েছে।

রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক মেসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে পোস্ট দেয়। এ খবরের সূত্র ধরে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অপরাধের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনায়ারুল ইসলাম জানান, রংপুর র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম নামে এক যুবককে আটকের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি। মামলাও হয়নি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *