নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা সিপিবি’র বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
এলপি সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স। সমাবেশ পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা দেবজ্ঞ, মিজানুর রহমান বাবু, নিতাই পাল, জাহানারা আক্তারী, অ্যাড. নিত্যানন্দ ঢালী, রঙ্গলাল মৃধা, রুস্তম আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান রাসেল, এস এম চন্দন, তোফাজ্জেল হোসেন, কিংশুক রায়, অশোক বিশ্বাস, হুমাছুন কবির, কামরুল ইসলাম খোকন, রিয়াজুর রহমান, যুবনেতা আফজাল হোসেন রাজু, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ধীমান বিশ্বাস, শেখ রবিউল ইসলাম রবি, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, রামপ্রসাদ রায়, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়