January 24, 2025
জাতীয়

নিজেদের রেশন দিয়ে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

সাভারে নিজেদের রেশন থেকে কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সাভার সেনানিবাস।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাভার সেনানিবাসের মেজর জাহিদুন নবী চৌধুরীর নেতৃত্বে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এসব ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রায় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের তালিকা করে ঘরে ঘরে এসব ত্রাণ পৌঁছে দেয় সেনা সদস্যরা।

ত্রাণের মধ্যে ছিল- ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি আটা, দুই কেজি মসুরের ডাল, এক কেজি পেঁয়াজ, একলিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবণ ও একটি করে হাত ধোয়ার সাবান।

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে দেশের বেশিরভাগ মানুষ।  এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী এই এলাকায় আত্মমানবতার সেবায় সেনা সদস্যদের ব্যক্তিগত রেশন থেকে ত্রাণ সংগ্রহ করে দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় বিতরণ করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *