নিজেদের মিসাইলে জাহাজডুবি ইরানের, অনেক প্রাণহানির আশঙ্কা
যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে গিয়ে দুর্ঘটনাবশত নিজেদেরই একটি নৌ-জাহাজ বিধ্বস্ত করেছে ইরান। এ ঘটনায় ওই জাহাজে থাকা প্রায় ৪০ নাবিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘জামারান’ নামে একটি যুদ্ধজাহাজ ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালাচ্ছিল, এমন সময় তা ‘কোনারাক’ নামের নৌবাহিনীর একটি জাহাজকে আঘাত করে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ‘ফারস’ জানায়, নৌ-মহড়া কালে দুর্ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। আরও অনেকেই আহত। রোববার (১০ মে) হরমুজ প্রণালীর কাছে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় তারা।
স্থানীয় খবরে জানা যায়, জামারান যুদ্ধজাহাজটি পরিচালনা করে বিপ্লবী গার্ড বাহিনী। এদিন মহড়াকালে কোনারাক জাহাজটি নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগেই তারা যুদ্ধজাহাজ বিধ্বস্তকারী ক্ষেপণাস্ত্রটি ছুড়ে মারে, আর তা গিয়ে কোনারাকে আঘাত হানে এবং সেটি ডুবে যায়।