নিজস্ব প্রসেসরে অ্যাপলের প্রথম কম্পিউটার ১৩.৩ ইঞ্চি ম্যাকবুক প্রো!
ইনটেল প্রসেসরের বদলে নিজস্ব প্রসেসর দিয়ে ম্যাক পণ্য বানানোর ঘোষণা দিয়েছে অ্যাপল। খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো বলছেন, নিজস্ব প্রসেসরের প্রথম ম্যাক কম্পিউটার হবে ১৩.৩ ইঞ্চি ম্যাকবুক প্রো।
বর্তমান ১৩.৩ ইঞ্চি ম্যাক ল্যাপটপের মতোই অ্যাপলের প্রথম এআরএমভিত্তিক সিলিকন চিপের ম্যাক কম্পিউটার হবে ১৩.৩ ইঞ্চি ম্যাকবুক প্রো– খবর আইএএনএস-এর।
গবেষণা নথিতে টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিস-এর এই অ্যাপল বিশ্লেষক দাবি করেছেন, বড় পরিসরে অ্যাপল সিলিকন চিপের ম্যাকবুক প্রো’র উৎপাদন শুরু হবে চলতি বছরের শেষ প্রান্তিকে।
চলতি বছরের শেষ প্রান্তিক বা সামনের বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল ভক্তরা সম্ভবত এআরএমভিত্তিক নতুন একটি ম্যাকবুক এয়ার ডিভাইস দেখতে পাবেন বলেও ধারণা করছেন কুয়ো।
নথিতে কুয়ো বলেন, “আমরা ধারণা করছি, চলতি বছর চতুর্থ প্রান্তিকে অ্যাপল সিলিকন চিপের ১৩.৩ ইঞ্চি ম্যাকবুক প্রো, ২০২১ সালের প্রথম প্রান্তিকে অ্যাপল সিলিকন চিপের ম্যাকবুক এয়ার, অ্যাপল সিলিকন চিপের ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ২০২১ সালের প্রথম বা তৃতীয় প্রান্তিকে পুরো নতুন নকশার ম্যাকবুক মডেলসহ অন্যান্য নতুন ম্যাকবুক মডেল উন্মোচন করবে অ্যাপল”
গত মাসেই অ্যাপল নিশ্চিত করেছে যে, ম্যাক ডেস্কটপে অ্যাডভান্সড আরআইএসসি মেশিনস ( এআরএম) আর্কিটেকচারের জন্য ইনটেলের x৮৬ আর্কিটেকচারভিত্তিক প্রসেসর ব্যবহারের ইতি টানছে প্রতিষ্ঠানটি।
নতুন প্রসেসরের মাধ্যমে ম্যাক কম্পিউটারে আরও বেশি কার্যকরিতা এবং শক্তিশালী নতুন প্রযুক্তি যোগ করার অঙ্গীকার করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
কুয়ো আরও দাবি করেছেন, মিনি-এলইডি পর্দার ছয়টি পণ্য বানাচ্ছে অ্যাপল। ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে এ১৪এক্স প্রসেসরের ১২.৯ ইঞ্চি একটি আইপ্যাড প্রো উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।
আইফোন ১২-এর পাশাপাশি নতুন আইপ্যাড প্রো ডিভাইসেও যোগ হতে পারে ৫জি সংযোগ।