নিউমার্কেটে সহিংসতায় মামলা হয়নি, আটকও নেই
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার তিন দিনেও কোনো মামলা দায়ের করা হয়নি। সংঘর্ষে বহু মানুষ আহত এবং একজনের মৃত্যু হলেও কাউকে আটক করা হয়নি
তবে পুলিশ জানিয়েছে, পুলিশ সদস্যদের ওপর হামলা, সম্পদের ক্ষতি ও হত্যার ঘটনায় মামলা দায়ের করা হবে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, এখনো মামলা হয়নি, তবে মামলা হবে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার নিউমার্কেটের ভেতরে সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলছেন। তারা ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সংঘর্ষের সময় নিউমার্কেট এলাকায় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে। এ দিন সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন নামে এক পথচারী রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দায়িত্ব পালন করতে গিয়ে ১০ জনের বেশি সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।