November 23, 2024
খেলাধুলা

নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরতে চেয়েছিল পাকিস্তান

পাকিস্তানের জন্য এমন কঠিন সফর বোধ হয় আর আসেনি। করোনার কারণে নিউজিল্যান্ডে গিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর আইসোলেশনে পড়তে হয় তাদের। এর মধ্যে আবার একের পর এক ক্রিকেটার করোনা পজিটিভ হতে থাকেন। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে, সফর বাতিল করে দেশে ফিরে যেতে চেয়েছিল পাকিস্তান দল।

পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক জানালেন এমন তথ্য। নিউজিল্যান্ডে অনুশীলন সুবিধা স্থগিত হওয়াসহ নানাবিধ ঝামেলায় পড়তে হয়েছে পাকিস্তান দলকে। এমনকি পাকিস্তানি খেলোয়াড়রা করোনাবিধি মানছেন না এই অভিযোগে সফরকারি দলকে দেশে পাঠিয়ে দেয়ার হুমকিও দিয়েছিল নিউজিল্যান্ড।

ফলে পরিস্থিতি জটিল দিকে চলে যায়। তিন টি-টোয়েন্টি এবং দুই টেস্টের সিরিজ খেলতে যাওয়া পাকিস্তানও মূল সফর শুরুর আগেই দেশে ফিরে আসার কথা গুরুত্বসহকারে ভাবতে থাকে। যদিও শেষপর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসে সফরকারি দল।

সে সময়ের পরিস্থিতি নিয়ে মিসবাহ বলেন, ‘এই পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না এবং আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে এ ব্যাপারে (সফর বাতিল করা) কথাও বলেছিলাম। কিন্তু পরে শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমরা অনেকদিন ধরেই নিউজিল্যান্ডে আছি, তাই আমাদের অবশ্যই আমাদের সফর শেষ করা উচিত। ‘

ক্রাইস্টচার্চে ১৪ দিনের দমবন্ধ কোয়ারেন্টাইনপর্ব শেষ করে পাকিস্তান দল এখন কুইন্সটাউনে অবস্থান করছে। এখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। নানা জটিলতা পেরিয়ে তার দল এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে জানালেন মিসবাহ।

তবে এত কঠোর বিধিনিষেধ নিয়ে পাকিস্তান কোচের কন্ঠে কিছুটা হতাশা রয়ে গেছে এখনও। তিনি বলেন, ‘আমরা টানা তিনদিন অনুশীলন করতে পারিনি। আমরা যদি করোনা মহামারিতে টিকে থাকতে চাই এবং ক্রিকেট খেলাটাও চালিয়ে যেতে চাই তাহলে সব দলকেই ছাড় দিতে হবে, যেমনটা আমরা এখানে করছি। আমরা এখানে কঠিন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে সমর্থন দিতে এসেছি, যাতে ভক্ত-সমর্থকরা খেলাটা উপভোগ করতে পারে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *